Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

তবু ও বেচে আছি

: | : ১৯/০৮/২০১৩

ভাঙ্গা; চুর্ণ বিচুর্ণ-
ভাঙ্গা। সব কিছু ভাঙ্গা
মন; মন মন্দির-
হাত, হাতের তালু, শক্তি
চোঁখের কার্নিশ- অন্তর আত্মা
আর ও কত কি!
সব কিছু। স—-ব।
দুঃখ নামের এক
হামার। সব কিছু চুর্ণ বিচুর্ণ করেছে
বারে বার। শতবার।
অনাহার; অর্ধহার
তৃষ্ঞা বিতৃষ্ঞা
আরও কত কি!
ভেঙ্গেছে আমায়
বারে বারে।
তবু ও বেচে আছি
এ আমার সার্থকতা।

১৪.০৩.২০১৩

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top