Top today
ভালোবাসার এস এম এস ছড়া
(১)
তোমায় ভালোবাসি তুমি
সেটা কেনো বোঝনা,
তোমায় ছাড়া রাত্রিতে
ঘুমযে আমার আসেনা ।
(২)
কালকে ছিল মেঘবৃষ্টি
আজকে রোদের ছায়া
তোমার প্রতি আমার আছে
অনেক বেশী মায়া ।
(৩)
তুমি চন্দ্র আমি তারা
বাঁচবো নাকো তোমায় ছাড়া ।
(৪)
ভালোবাসার সাগর জলে ঢেউউ তুলেছো তুমি
সেই জলেতে করতে গোছল ডুব দিয়েছি আমি ।
(৫)
এসো কাছে বসো পাশে
চোখ দুটো বুজে
আমার এ মন শুধু
তোমাকে খোঁজে ।।