Top today
অসহায়
আজ নিজেকে খুব একাকি মনে হয়
আমার মতো অনেকেরও নাকি তাই,
বেদনা সেও নাকি সুখ খুঁজে বেড়ায়ঁ
সকল চিন্তার কাননে, যেখানে ভালবাসা নেই।
আজ আর লিখতে পারি না
শতবার চেষ্টা করেও মনের ভাল লাগার কথাগুলো,
সুখের ভেতর দুখের গল্প তাই বেঁজে ওঠে যখন তখন,
কখন যে সব ডুবে গেছে বুঝতেই পারিনি নি
অনেকবার সুখকে জিজ্ঞেস করেও মনের উত্তর মেলেনি,
তার নাকি দুঃখের প্রয়োজন,
দুঃখ না পেলে নাকি সুখ চেনা যায় না
তার কথা আমি মেনে নিলাম, কিন্তু আমার যে দুঃখের প্রয়োজন
তবে কেন দুঃখ আমায় ধরা দেয় না ?
আজ আমি যাকে দুঃখ বলে ডাকি
তাকে কেন বার বার সুখের নিকট পাই …?
আবার সুখ যখন ভেসে বেড়ায় চারপাশ
হঠাৎ করেই আবার দুটোকে হারাই নিমিশেই।