Top today
“আত্মসমালোচনা”
আপন কাবা’তে সিজদা করে জিজ্ঞাসি আপনাকে।
কাবা’র দিক ভ্রষ্ট করে ভক্তির নম কাহাকে?
আপন সিরাতের বিবর্তন ঘটিয়ে কাহার তোরে অনুগত?
আপন সুরত নিস্তেজ করে কাহার তরে অবনত?
আপন কাবা হেলা করে কাহার তরে খুঁজিস্ ভক্তির তবারক?
আপন কাবা বঞ্চিত করে কাহার কাবা’র প্রচারক?
মুখ ফিরিয়ে নিয়েছিস্ তোর কাবা’তে;জঙ্গল গড়েছে আবাস।
আপন কাবা অগ্রাহ্য করে আর কাহার কাবা তোর তালাশ?
আপন মন্ত্র ভুলে গিয়ে জপিস তুই কাহার মন্ত্র?
সাবলীল ভোজন হয় কি কভূ যদি হয় আলগা দন্ত?
যতটুকু তোর নিজের ততটুকুই তোর পরিচয়।
নবাব পোষাকে সিরাজদ্দৌলা’র সাজ;তবুও ওটা অভিনয়।
অন্যের কাবা না খুঁজে আগে খুঁজ নিজের কাবা’র খুঁটি।
আপন কাবা’র পরিচয় জেনে পরে অন্যের ঘাটাঘাটি।
আপন কাবা’তে আগে সিজদা করে পরে অন্যের কাবা’তে।
নিজের ঘরে আলো না জ্বেলে কেনো যাস্ অন্যের জ্বালাতে?