Top today
কার লাগিয়া কাদো
কার লাগিয়া কাঁদো রে মন
কার লাগিয়া কাঁদো,
সে কি তোরে মনে রাখে
ভুলে গেছে আধো।
যার জন্য তুই দিলিরে প্রান
বিকাইলি সম্মান,
সে তোকে ভুলে গেছে
রেখেছে কি তোর মান !
কার লাগিয়া কাঁদো রে মন
কার লাগিয়া কাঁদো,
সে কি তোরে মনে রাখে
ভুলে গেছে আধো।
ঘুমের ঘোরে স্বপ্ন দেখ
কাঁদ সারা রাত,
তার লাগিয়া দোয়া কর
পড় কত নাত।
কার লাগিয়া কাঁদো রে মন
কার লাগিয়া কাঁদো,
সে কি তোরে মনে রাখে
ভুলে গেছে আধো।
আব্দুল্লাহপুর,
১৪/০৪/২০১৩