Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

কার লাগিয়া কাদো

: | : ২০/০৮/২০১৩

কার লাগিয়া কাঁদো রে মন
কার লাগিয়া কাঁদো,
সে কি তোরে মনে রাখে
ভুলে গেছে আধো।
যার জন্য তুই দিলিরে প্রান
বিকাইলি সম্মান,
সে তোকে ভুলে গেছে
রেখেছে কি তোর মান !
কার লাগিয়া কাঁদো রে মন
কার লাগিয়া কাঁদো,
সে কি তোরে মনে রাখে
ভুলে গেছে আধো।
ঘুমের ঘোরে স্বপ্ন দেখ
কাঁদ সারা রাত,
তার লাগিয়া দোয়া কর
পড় কত নাত।
কার লাগিয়া কাঁদো রে মন
কার লাগিয়া কাঁদো,
সে কি তোরে মনে রাখে
ভুলে গেছে আধো।
আব্দুল্লাহপুর,
১৪/০৪/২০১৩

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top