চলন্তিকা ব্লগ কি একটা প্রকাশনা প্রতিষ্ঠান করতে পারে না!
আশ্চর্য ব্যাপার!! তবে আজগুবি না!
কেন জানি ‘চলন্তিকা প্রকাশন’ ‘চলন্তিকা বইঘর’ ‘চলন্তিকা পাবলিকেশন’ ‘চলন্তিকা বই প্রকাশনা ও গবেষণা কেন্দ্র’ এই নামগুলো নানা আঙ্গিকে, নানা ভঙ্গিতে আমার মনের ভেতর বেদম তোলপাড় করছে। কখনো কখনো নামের উৎপাত এত বেড়ে যায় যে, তখন সেই উৎপাতে আর কষ্ট থাকে না, মনে এক ধরনের আনন্দ ও স্বস্তির ছোঁয়া লাগে।
চলন্তিকা-লেককদের ব্লগ। এখানে যাঁরা লিখেন, সবাই লেখক। ভাবতেই ভালো লাগে। এখানে বেশি করে লেখার সময়-সুযোগ পাই না তবে একটু সময় পেলেই পড়ার চেষ্টা করি। ভালো ভালো লেখক আছেন এখানে। আরো হয়তো আসবেন। কারো সঙ্গে দেখা সাক্ষাৎ নেই, তবুও মনে হয় অনেকেই অনেক দিনের চেনা-জানা-শোনা। লেখকের লেখার এমনই জোর যে, তা পাঠকদের চুম্বকের ন্যায় কাছে টেনে নিতে পারে। লেখার ভেতর দিয়ে অবলীলায় পাঠকের হৃদয়ের গোপন কুঠুরিতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে।
প্রত্যেকটা লেখকই তার লেখাগুলো বই আকারে প্রকাশ করতে চায়। ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা অনেকের ভালো লেখাগুলো হারিয়ে যেতে পারে। তাই বই প্রকাশের এত প্রয়োজন।
যারা বই প্রকাশ করেছেন, তাদের ঝুলিতে কম বেশি তিক্ত অভিজ্ঞতা আছে। অনেক প্রকাশকই বলে এক আর করে আরেক। লেখকদের পাণ্ডুলিপি নিয়ে বই করে প্রকাশকেরা ব্যবসা করেন। তারা তৃপ্তির হাসি হাসেন আর লেখকেরা শূণ্য হাতে না পাওয়ার ‘আত্নতুষ্টির’ অভিনয় করে ঘরে ফেরেন। বই যতই বিক্রি হোক তারা লেখককে লেখক সম্মানিটুকু দিতে চান না। তারা নানা ভাবে লেখককে সম্মানি না দেয়ার কৌশলটা সম্মানজনকভাবেই রপ্ত করে থাকেন। তবুও লেখকেরা লিখে যান, বই প্রকাশ করেন অতঃপর প্রকাশকদের পেট মোটা করেন। আদপে তারা প্রকাশক না বই ব্যাপারি তা বোঝা মুশকিল।
লেখকেরা এতই ত্যাগী আর সম্মান নিয়ে চলেন যে, তার চোখের সামনে তার অধিকার হরণ করা হচ্ছে, তাকে ঠকানো হচ্ছে তবুও নির্বিকার থাকে লেখক। তাঁর লেখা পাঠকেরা পড়বে এই তার সন্তুষ্টি! লেখক বলে কথা!
চলন্তিকা ব্লগ কি একটা প্রকাশনা প্রতিষ্ঠান করতে পারে না?
আমি ঘুরিয়ে ফিরিয়ে একটি কথাই বলতে চাই তা হলো, চলন্তিকা ব্লগ কি একটা প্রকাশনা প্রতিষ্ঠান করতে পারে না? এত এত লেখক, এত এত লেখা! একটা প্রকাশনা প্রতিষ্ঠান করলে কেমন হয়? লেখক ও লেখার তো অভাব হবে না। হয়তো আর্থিক সংকটও হবে না। তা হলে সমস্যা কোথায়?
চলন্তিকার সম্মানিত সম্পাদকের প্রতি কিছু প্রস্তাবঃ
০১) একটা প্রকাশনা প্রতিষ্ঠান করুন
০২) আগামী বইমেলাতে একটা স্টল নেয়ার বিষয়টি নিশ্চিত করুন
০৩) প্রয়োজনে এ ব্যাপারে অভিজ্ঞতা বা জানাশোনা আছে এমনদের পরামর্শ, মতামত ও সহযোগিতা নিন
এ বিষয়ে সম্মানিত লেখকদের সুচিন্তিত মতামত আশা করছি।