Top today
তেঁতুলভূত
ঘরের কোণে তেঁতুল গাছ, গাছে ভূতের বাসা
ভয়ে কাঁপে বাড়ির লোক, কী যে সর্বনাশা
ঘুমায় ওরা দিনের বেলা, রাতে চলাফেরা
সুযোগ পেলে নিয়ে যাবে, ছাগল মোরগ ভেড়া
হঠাৎ সেদিন উঠলো ক্ষেপে, বাড়ির ছেলে-বুড়ো
ভয় পেয়ে বলছে ভূতে, তোমরা আমার গুরু