Top today
দীর্ঘশ্বাস
প্রত্যাশার সাগরে আজ ধ্বংসের জোয়ার
কষ্টের প্লাবণে স্বপ্নরা সব ভেসে চলছে শেওলার মতো ।
পরাজিত সৈনিকের ন্যায় আমার বুক ভরা দীর্ঘশ্বাস
অন্ধকারে হাতরে ফেরি জীবন ও বেঁচে থাকার অভিসন্ধি ।
দূরে দাড়িয়ে মৃত্ত্যুদূতের চোখ রাঙানি, সময় বুঝি হয়ে গেল
অস্তিত্ব খরায় দুর্বিসহ জীবন, গ্লানির মাঝে বসবাস
রক্ত কণিকায় অবিরত কে যেন হামাগুড়ি দেয়, কানে কানে
আনমনে বলে যায় সর্বনাশি খবর, আমি আমার যোগ্য নই ।