Top today
আনপসিবল ইতিহাস… এজন্য নুবেল আশা করাই যায়।
কাল ইতিহাস লিখতে হবে। ভাবতেছি এমন কিছু লিখব যা কেউ জানেনা। যেমন চাইনিজ ম্যানেজমেন্ট থিঙ্কার চো, কে জু সু নামের এক রমনীর প্রেমে পড়ে তাকে বিয়ে করে। পরে পরিবারে মিস্ম্যানেজমেন্ট এর কারনে অশান্তি আরম্ভ হয়। দুঃখে তিনি পাহাড়ে গিয়ে “চোঁ’র সংবিধান” রচনা করেন।
দা আক্কাড়িয়ান কোড অফ এসনুনা এক কালোবাজারি ফাজিলের লেখা বই। ধরা খাওয়ার পর জেলে বসে স্বপ্নযোগে পাওয়া কথা গুলো খাগড়ার কলম দিয়ে মাটির স্লেটে লেখেন। এজন্য ব্যাবিলন সরকারের অতিরিক্ত ১৫ মিনা অর্থাৎ ৯০০ শেকেল খরচা হয়।
মিশরীয়রা ইন্টারনেট এর মাধ্যমে ম্যানেজমেন্ট এর কাজ করত। সব স্থানে ওয়াইফাই ছিল। কারন সেখানে কোন তার পাওয়া যায়নি। হেতেম ফাতিহ হটেপ নামের এক ভদ্রলোকের না খুঁজে পাওয়া ডায়েরীতে এই তথ্য লেখা আছে।