ইতর প্রাণী
+=+=========+=+
ভাবতে খুব অবাক লাগে-
গাঁ শহরে কি তার বাস?
এক যে আছে,চুল ছিরানো
চুল জড়ানো এক ইতর প্রাণী!
চিন্তা ভাবনার আছে শুধু সর্বনাশ।
তার নাকি স্বপ্নআশার উচ্ছ্বসা নেই-
নেই কোন চঞ্চল দুরন্তপনা ভান।
শুধু মুখ থুবড়ে ছায়ার মত থাকতো
পরে এখানে সেখানে- ঐ উঠান-
তবুও ইতর প্রানী বলে সবার মুখে মুখে!
ভাবতে পারো?কোন খানে বেঁধেছে
যে বাসা। অস্থায়ী বিবেক তো
মোর জানেনা-এখানে ইতর প্রাণী।
সমস্ত অঙ্গে করছে বসবাস-
জলের মাঝে ডুবে না-স্রোতের
সাথে ভাসে না-ভাবতে কি
অবাক লাগে? বসন্তের এক কচি
কলি যে বুঝে না। সে তো এক
ইতর প্রাণী- স্বার্থ ঠিকই বুঝে
স্বার্খের হলিখেলায় এদেখে উড়ে–
প্রেমের পদ্মপরশ দেখেনা, ঠোঁট
ভেল্টে কি অভিনয় শুধু করে।
সে যে এক ইতর প্রাণী ফাঁপে-
শূন্য হাতে যাক ভেসে- কালি
মাখা মেঘের মাঝে, স্নান সিদ্ধি
ভোরে রঙ্গীন সৃর্যের উঠুক-ভেসে
যাক-সে এক ইতর প্রাণীর গায়ে।
লেখার তারিখঃ ০১/০৮/১৩
======================