Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

বর্ষা-পারের কবিতা

: | : ২১/০৮/২০১৩

একটা বর্ষা পার হওয়া মানে যেন সুপার সিরিজ জয়।
মনখারাপ রঙের মেঘ পেরিয়ে পুলকিত রোদবৃষ্টি স্নান

পান্তাভাতে মিশে যায় ঘামের নুন, নক্ষত্র পেরিয়ে যেন
জোছনার দেশে যাওয়া।

পরিচর্যার অঙ্কগুলি কষা হয় ক্যালেন্ডারের ঝুলন্ত স্মারকে,
দিন-মাসে আঁকা থাকে নিড়েনের দাগ,পরন্দার উপস্থাপনা,
বিষতেলের বৈভব।

একটা বর্ষা পেরিয়ে যাওয়া মানে সমৃদ্ধির সোহাগ-সূচনা।
আজন্মার আজন্ম-ভয় ছিঁড়ে জাল-ছেঁড়া মাছের মতো
পুকুরে সাঁতার, ফের একবার।
*

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top