Today 02 Nov 2025
Top today
Welcome to cholontika

রবীন্দ্রনাথ

: | : ২১/০৮/২০১৩

অসংখ্য মানুষ আসে
হাতে ফুল, কন্ঠে স্তব গান
মনে ভক্তি গদগদ
অর্ঘ্য দেয় তাঁর পদতলে
ভক্তি ভরে গুরুদেব ডাকে

কিছু কিছু লোক আসে
হাতে ধরা অদৃশ্য শাবল
মনে ঘৃণা থক্ থকে
অসম্মানের ডালি
রাখে তাঁর শুভ্র মস্তকে

এমন মানুষ কই
যাঁর কাছে তিনি শুধু
রবীন্দ্রনাথ
সকল মহত্ব আর
ভুলত্রুটি নিয়ে
সীমা আর অসীমের মাঝে
রেখে তাঁকে দেখে
কোন কিছু আরোপ করে না
পূজায় নিন্দায় তাঁকে
করে না বিব্রত
সমগ্র মানস যাঁর
দারুন সংহত

এমন দুর্দৈব যাঁর
ব্যক্ত বিধিলিপি
কী আর করেন তিনি
শুধু তাঁর অপেক্ষার পালা
সোনার ধানেতে ভরা
সোনার তরী
ভেসে ভেসে ভেসে চলে
পদ্মায়,যমুনায়, মেঘনায়
সুরমায়,রূপসায়
ধানসিঁড়ি, মধুমতি
তিতাসে, তিতাসে…..!

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top