Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

‘‘লেখক পরিচিতি’’ নামে নবীন লেখকদেরকে নিয়ে জীবনী প্রকাশ করার জন্য লেখা আহবান

: | : ২১/০৮/২০১৩

প্রিয় লেখক বন্ধুরা আপনারা সকলে আমার শুভেচ্ছা নিবেন। আশা করি সবাই ভাল আছেন। ভাল থাকাই আমার কামনা। আমি আপনাদের আনন্দের সাথে জানাচ্ছি যে, আপনাদের মতো নবীন লেখকদের জীবনী নিয়ে একটি বই প্রকাশ করার ইচ্ছা পোষণ করছি। বই প্রকাশের পূর্বে আপনাদের পরিচিতি সবার মাঝে তুলে ধরার জন্য চলন্তিকা ব্লগসহ অন্যান্য ব্লগে ধারাবাহিকভাবে তুলা ধরার ইচ্ছা পোষণ করছি। ব্লগে জীবনী প্রকাশ হওয়ার সাথে সাথে আপনার ই-মেইলে জানানো হবে। প্রকাশিত বই নির্বাচিত লেখকদেরকে সৌজন্য সংখ্যা হিসেবে সবার বর্তমান ঠিকানায় পাঠানো হবে। তাই যারা আমার এই উদ্যোগের সাথে আছেন তারা  নিম্নের ই-মেইলে- amirhossain243@gmail.com এ বিস্তারিত জীবনী পাঠিয়ে দিন।

জীবনীর মধ্যে যা অবশ্যই থাকবে

১। স্থায়ী, বর্তমান ও ই-মেইল ঠিকানা।

২। মোবাইল নম্বর‍ঃ (কেউ যদি জীবনীতে মোবাইল নম্বর গোপন রাখতে চান তাহলে তা গোপন রাখা হবে। তবে ব্র্যাকেটে গোপন কথাটা উল্লেখ করে দিতে হবে।)

৩। শিক্ষাগত যোগ্যতার বিবরণ (বিস্তারিত)

৪। প্রকাশিত বই কতটি ও কি কি? ও অপ্রকাশি বইয়ের তালিকা।

৫। দৈনিক পত্রিকা/ব্লগ/ম্যাগাজিন বা অন্য যে কোন মাধ্যমে প্রকাশিত লেখার বিবরণ।

৬। ভাল লাগা মন্দ লাগা বিষয়গুলো।

৭। নিজের বিষয়ে কিছু নিজস্ব বক্তব্য।

৮। এক কপি ছবি এর্টাচ করে দিতে হবে। (ছবি প্রকাশ করতে না চাইলে উল্লেখ করে দিবেন।)

৯। লেখা অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ডে হতে হবে। তবে সেটা অভ্র বা বিজয় বায়ান্নো দিয়ে লিখতে পারলে ভাল হবে।

তাহলে আর দেড়ী নই জলদী করে পাঠিয়ে দিন আপনার প্রোফাইল।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top