Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

হাসি- কান্না

: | : ২১/০৮/২০১৩

মধুর হাসি ভালবাসি
সবুজ পাতার ফাঁকে,
হেলে দুলে বধু চলে
মৃদু বাতাস বলে।

ভালবাসার অনেক কথা
হৃদয়ের মাঝে দুঃখ-ব্যথা,
একটি পলক তিনটি কথা
ফুলের মালা হৃদয়ে গাঁথা।

দুঃখ-কষ্ট, হাসি-কান্না
সুখের পথে চলতে মানা,
দুঃখের পরই সুখের পালা
কষ্ট তখন গলার মালা।

জোয়ার ভাটায় জীবন গড়া
থাকবে সবার হাসি-কান্না,
সংসার জীবন বড় জ্বালা
ঘরণীর মন হয় যদি কালা।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top