Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

অবুঝ

: | : ২২/০৮/২০১৩

532488_142303592565076_1728683150_n-150x150

বদ অভ্যাস আজও দেখি
অর্থ যদি জোটে,
লাভ কি হবে কেউ জানি না ?
নাচছে দেখি সবে।

মিথ্যাবাদী রাগ করিনি
তর্কে দশেমুখে, অর্থ যদি জোটে,
হেসে খেলে বছর ভরে
মিথ্যে, পাজি, মুখপোড়া, সবাই মিলে বলে।

আশায় আশায় সব কাজেতে
“যদি” র আশায় বসে,
চুল চিরে সব উল্টে যাবে
বয়স ভাটার স্রোতে।
কথায় কথায় মারব ঘুষি
তাই করেছি, শক্তি যখন আমার,
সময় এলে শান্ত হবে
সহজ কথা বলতে পারে সবে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top