Today 12 Jan 2026
Top today
Welcome to cholontika

আমার চোখেও কুয়াশা আছে

: | : ২২/০৮/২০১৩

আমার চোখেও কুয়াশা আছে

মরি মরি সুন্দরী

চলে এসো আমার কাছে।

 

ট্যুরের দৃশ্যপটেও গোলাপ ফোটে

সুবাসে বাতাস জাগে

অনুভূতির আখরোটে।

 

পাতাল ফুঁড়ে উঠে আসে রাহুর দল

শনির দশায় মশা ওড়ে

সবখানেই বাহুবল।

 

পানপাত্রে লেখা থাকে আজ রোববার

কুমারী ঘিয়ের মত চটপটে

নধর খবরে বলাৎকার।

 

কুকুরের ডাক শুনে রোগ নির্নয় করে ডাক্তার

সাপের বিষের ঝাড়ন দেয় ওঝা

ফণা দেখে কতটুকু ফাঁক তার।

 

ভোগ-সর্বস্ব ইলেকট্রিক আর ট্রনিক্স বেড়া দেয় হামাঘরে

পানজাবিতে নতুন চাবি

নেতারও ধামা ধরে।

 

বৃষ্টিপাতে নীল হয়ে যাই

লাল হয়ে যায় চোখ

মরমী আলোক।

 

 

বর্ণচ্ছটায় আকাশ জাগে রংধনুর মিশি-সুর

সিনেমার গান বাজে

চারিদিকে নাচে অসুর।

 

ঘুমের বিন্দুতে লেখা থাকে আহারের ভাগ-অভাগ

কষ্টে নিড়েনো ফসলে

পোকা বসায় দাগ।

 

 

নিরপেক্ষ বাস্তবের প্রেক্ষাপটে ভূলুন্ঠিত আবেগ

জীবন এমনই তো

চলে তো চলুক,

এই বেশ

আম-আবেশ

রথটানা পথের কাঁকর-ভাঙা বেগ।

 

 

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top