ব্যর্থতা
আমি বরাবরই আমার বউকে ফাকি দেই। এর যত গুলো কারন তার মধ্যে একটি হল, আমার দারিদ্রতা। আর একটি হল, বউ কম দামের জিনিস তার পছন্দ নয়। দেখা গেল একটা কাপড় কিনলাম। বউকে বললাম – “এ কাপড়টা কে পরত জান ? বারাক ওবামার বউ ,ফাষ্ট লেডি মিশেল ওবামা। ”
বউ হয়তো প্রশ্ন করল –
” মিশেল ওবামা কে ? ”
আমি তখন মিশেল ওবামার এত মিথ্যা মিথ্যা গুন বলি যে, মিশেল ওবামা যদি নিজে সে কথা শুনতো, আমাকে হয়তো তার সামীর প্রধান উপদেষ্টা বানত। বউ ধারুন খুশি হয়ে নিজ থেকে বলে –
“তাহলে তো কাপড়টির অনেক দাম ? ”
খুব খুশি হয়ে হয়তো কাপড়টি পরে , আমার বানানো কথাগুলো সবাইকে বলে বলে কাপড়ের মুল্য প্রকাশ করে।
শশুর অনেক ধণী লোক, সে হিসাবে বউ কম মুল্যের পণ্য ব্যবহারে তার একটু অনিহা আছে তা আমি বিয়ে প্রথম রাতেই টের পেয়ে ছিলাম।
একদিন হল বিপদ ।
একজোড়া কানের দুল কিনে বউকে বললাম ,
“এই ব্রান্ডের দুল দুল কে পরে জান? ভারতের প্রধান মন্ত্রী মনমোহন সিং এর স্ত্রী। ”
বউ তাই মেনে নিল। ফোনে তার বান্ধবীকে বলল –
” জানিস ও আমার জন্য একটা দুল এনেছে , যেটা মনমোহন সিং এর স্ত্রী পরে।”
লেগে গেল গন্ডগোল।
ওর বান্ধবী জানালো যে – ” মনমোহন সিং তো বিয়েই করেনি। বউ পেল কোথায় ? ”
ব্যস, বউ তিন দিন কথা বলা বন্ধ, সাথে রান্না – বান্না ও ।
বউকে মিথ্যা বলে যতই খুশি করি না কেন, নিজেকে অনেক অপরাধী মনে হয়। ঘুম ও হয় না সেই রাতে।
বউ গ্রামের মেয়ে বলে হয়তো বুঝতে পারেনা। কিন্তু আমি তো সত্যটাকে জানি। জানিতো আমার ব্যর্থতার কথা।
সুখালয়, নিমহাওলা,
ঝালকাঠী – ৮৪১০।
১১/০৮/২০১৩