Top today
ঐশী
ঐশীরে তুই কী করিলি
হারিয়ে গেলি কই,
তোকে নিয়ে দেশের মানুষ
করছে যে হই চই।
বাবা-মায়ের আদর পেয়ে
বাঁদর হলি শেষে,
তোর মতো এই হতভাগা
কয়টা আছে দেশে।
মা হারালি বাপ হারালি
হারিয়ে গেল সুখ,
বাবা মায়ের আদর দিয়ে
আনলি কিনে দুখ।
দুখের পরে সুখ আসে তাই
সত্যে অটল থাকিস,
হয়নি জীবন শুরু এখন
মনোবলটা রাখিস।