Top today
সময়-অসময়
যখনি ঋতিকে ডাকি-
শুনে যাও
সে বলে সময় নেই !
তখন সজেদে বলি
একটু দাঁড়াও !
রেগে বলে, শোননি সময় নেই !
আকুতিতে ডুবে বলি
এদিকে তাকাও !
অত:পর শীতল জবাব-
ইচ্ছে করে না যে !
এরপর কার ইচ্ছে করে
বহুদিন ভেবে লেখা
সেই চিঠি দিতে ?
ভিন্ন কোন স্বপ্নলোকে
হাতধরে হারাবার
স্বপ্নতো স্বপ্নই থাকে….
এভাবে অনেক দিন….
এক কথা, এক অজুহাত
সময় নেই !
ইচ্ছে করে না যে !
তাই বলে প্রেমতো থাকে না থেমে
একজন ঠিকই সাড়া দিলো !
লোকেরা সভয়ে যাকে ‘মৃত্যু’ বলে ডাকে !
গভীর প্রশান্তি নিয়ে
মৃত্যুর নীলাভ ঠোঁটে
চুমু খাবো বলে
ঠোঁট বাড়ালাম !
হঠাৎ পেছনে শুনি
ঋতিটার ডাক !
একটু থমকে যাই-
ইচ্ছে হলো
আমিও ঋতিকে বলি
সময় নেই
ইচ্ছে করে না যে !
তারপর-
কিছুই না বলে
ডুব দিই চুমুর আবেশে……!