Top today
দু:খ কিনলাম
সুখের আশায় দু:খ কিনলাম
পেলাম যত ব্যথা,
সুখের পিছে ঘুরে মরলাম
সারা জীবন বৃথা।
সোনা দিলাম,রুপা দিলাম
দিলাম যত সুখ,
আশা গেল, নেশা গেল
পেলাম তত দু:খ।
ঘরে দু:খ, বাইরে দু:খ
সব নিজের দোষে,
ছেড়ে দে মা কান্দে বাচি
শিক্ষা হল শেষে।
সুখের লাগি সব ত্যাগি
রসাতলে গেছি,
সুখ নাহি চাই দু:খ নিয়ে
এই তো বেশ আছি।
ফকিরাপুল, ঢাকা।
২২/০৮/২০১৩
Comments are closed.