Top today
সাইকেল ছিনতাই
পরান মিয়া রাত আঁধারে
যাচ্ছেন সাইকেল চড়ে
পলাশীর মোড় যাওয়ার পরে
পরলেন মহা ঘোরে।
অন্ধকারে যেই না গেলেন
অমনি তিনজন লোক
থামিয়ে দিল সাইকেলটা
করল আগুন চোখ।
একজন এসে বলল হেসে,
‘সাইকেলটা যান রেখে’
কথা শুনে রাগলেন পরান
বললেন কথা বেকে।
‘চাইলে পরেই সাইকেল দিব
রোড কি মামার বাড়ি’
মুখ ঝামটিয়ে বললেন তিনি,
‘হ্যান্ডেলটা দেন ছাড়ি’।
অমনি একজন পিস্তুল ধরে
বললেন হেসে হেসে
‘সহজ কথায় দেন না দেখে
গেলেন মামা ফেঁসে’।
‘বলেন মামা এবার আমরা
সাইকেলটা কি পাবো,
খালি হাতে সাইকেল রেখে
এমনি এমনি যাবো?
কাঁপতে কাঁপতে বললেন পরান
সব নিয়ে যান মামা
সাইকেল সাথে প্যান্ট নিয়ে যান
আরো নিয়ে যান জামা।
প্যান্ট জামা আর সাইকেল নিয়ে
গেলেন তারা চড়ে
‘মামা মোদের খুবই ভালো’
বললেন জোরে জোরে।