Today 12 Jan 2026
Top today
Welcome to cholontika

সাইকেল ছিনতাই

: | : ২৩/০৮/২০১৩

পরান মিয়া রাত আঁধারে
যাচ্ছেন সাইকেল চড়ে
পলাশীর মোড় যাওয়ার পরে
পরলেন মহা ঘোরে।

অন্ধকারে যেই না গেলেন
অমনি তিনজন লোক
থামিয়ে দিল সাইকেলটা
করল আগুন চোখ।

একজন এসে বলল হেসে,
‘সাইকেলটা যান রেখে’
কথা শুনে রাগলেন পরান
বললেন কথা বেকে।

‘চাইলে পরেই সাইকেল দিব
রোড কি মামার বাড়ি’
মুখ ঝামটিয়ে বললেন তিনি,
‘হ্যান্ডেলটা দেন ছাড়ি’।

অমনি একজন পিস্তুল ধরে
বললেন হেসে হেসে
‘সহজ কথায় দেন না দেখে
গেলেন মামা ফেঁসে’।

‘বলেন মামা এবার আমরা
সাইকেলটা কি পাবো,
খালি হাতে সাইকেল রেখে
এমনি এমনি যাবো?

কাঁপতে কাঁপতে বললেন পরান
সব নিয়ে যান মামা
সাইকেল সাথে প্যান্ট নিয়ে যান
আরো নিয়ে যান জামা।

প্যান্ট জামা আর সাইকেল নিয়ে
গেলেন তারা চড়ে
‘মামা মোদের খুবই ভালো’
বললেন জোরে জোরে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top