Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

এই বৃষ্টির দেশে

: | : ২৪/০৮/২০১৩

 

 

এই বৃষ্টির দেশে কখনও কোথাও আগুন

লেগে যায়।সংসার পোড়ে,সাজানো গেরস্থালী

ছাই হয়।স্নিগ্ধ পাখির ডানায় ঘুণ

ধরে।কাদামাটিতে পন্ড  সুখের পৌষালী।

 

এই বৃষ্টির দেশে কখনও কোথাও খরা

ঘোষিত হয়।ফুটিফাটা জমিন কাঁটাগুল্মে জেগে

ওঠে। ভাঙা জানালায় রোদঝরা

দুপুর রাতদিন।মনন তচনছ তাপের অসহ বেগে।

 

এই বৃষ্টির দেশে কখনও কোথাও ফুল

ফুটে ওঠে। মরমী পাখির ডাকে ঘুম ভাঙে জাগ্রত

মানুষের। সুখী দাম্পত্যের কবিতা ভুল

ভাঙায় জোছনা রাতের,আলোকের জোনাকী-ব্রত।

*

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top