Top today
প্রাণ ও আলো
যদি একটা সুন্দরকে পেতে উদ্যত হই
সেও যদি ধরা দিতে চায়
একটা পতঙ্গ এসে সামনে দাঁড়ায়।
যদিও বা ধরেও ফেলি
একটা কীট এসে তাকে বিগড়ে দেয়।
কীট-পতঙ্গকে সভ্য বানাতে গেলে
নিজেই রূপান্তরিত হই অসভ্যে।
যদি পাশ কাটাতে চাই
বোধের রক্তচক্ষু দেখতে পাই।
আমার সামনে কীট পিছনে পতঙ্গ
উপরে বোধ নীচে অতল গহ্বর।
মনশিজুরা, তুমিই আমার সেই সুন্দর
তোমার হাতে আছে আমার আলো
তোমার প্রাণ আমার ভিতরে।
তুমি আমাকে আলো দিয়ে বাঁচাও
আমিও তোমাকে দেব প্রাণ।
তুমি কীটটা সরাও আমি মারবো পতঙ্গটাকে
আমার আলো পাবে তোমার প্রাণ
তোমার প্রাণ দেখবে আমার আলোয়।