Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

টুকরো কবিতা

: | : ২৫/০৮/২০১৩

যত সান্নিধ্যতা,তত ছুটে যাবার প্রবণতা

তত বেশী মন্ত্রপাঠের ধুম …

জল যদি জীবন–কখনো তবে

সেই জল স্পর্শে কেন অন্তিম জলদান !

আঘাত তোমাকে করেছে কঠোর

তাই তো তুমি ভাঙ নি বন্ধু !

রাতই তো এনে দেয় নেশা

তারপর আরও যদি স্পর্শ করো তুমি,

তবে কেন গ্লাসের লাল পানীয় ?

ঘুমের মধ্যেও ঘুমের স্বপ্ন

চৈতন্যের মধ্যে আর এক চৈতন্য

প্রশান্তির গৈরিক পতাকা তলে

তোমার প্রতিষ্ঠা ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top