Top today
নতুন দিনের আমরা রবি
নতুন দিনের আমরা রবি
আমরা কবি স্বপ্ন আঁকি
আমরা আনি ভোরের আলো
পাখির মতো নিত্য ডাকি।
গরীব দুঃখী অনাহারী
নেই যে টেনে বুকের মাঝে
গরীব ধনী থাকবে না ভেদ
গান গেয়ে যাই সকাল সাঁঝে।
দেশমাতারই চরণধূলি
মাথার উপর নেই রে তুলে
মায়ের কোলেই পাই খুঁজে সুখ
দুঃখ বেথা যাই রে ভুলে।
সাম্যবাদী প্রতিবাদী
আমরা ত নই ভীরুর দলে,
আনবো জানি সাম্য ধরায়
দুঃসাহসী মন যে বলে।
নবীন কিশোর আমরা সবাই
আমরা সবাই ভোরের পাখি
ফুলের হাজার সুবাস ছড়াই
রঙধনু রঙ অঙ্গে মাখি…।
আমরা কবি স্বপ্ন আঁকি
আমরা আনি ভোরের আলো
পাখির মতো নিত্য ডাকি।
গরীব দুঃখী অনাহারী
নেই যে টেনে বুকের মাঝে
গরীব ধনী থাকবে না ভেদ
গান গেয়ে যাই সকাল সাঁঝে।
দেশমাতারই চরণধূলি
মাথার উপর নেই রে তুলে
মায়ের কোলেই পাই খুঁজে সুখ
দুঃখ বেথা যাই রে ভুলে।
সাম্যবাদী প্রতিবাদী
আমরা ত নই ভীরুর দলে,
আনবো জানি সাম্য ধরায়
দুঃসাহসী মন যে বলে।
নবীন কিশোর আমরা সবাই
আমরা সবাই ভোরের পাখি
ফুলের হাজার সুবাস ছড়াই
রঙধনু রঙ অঙ্গে মাখি…।