Top today
আমি ও আমার
আমার স্বপ্বগুলো যেন দূর আকাশের তারা
দেখা যায়, যায় না ধরা
আমার ইচ্ছেগুলো যেন নদীর জলের শেওলা
আমি ছাড়া যা সবার কাছেই ময়লা
আমার সৃষ্টিগুলো অসৃষ্টির-ই মূল
যা কৃষ্টি মনের খোরাক যোগাতে ভীষণ অপ্রতুল,
আমার নিবাস যেন সিদ্ধ কোনো বর
ঘরের সবাই আপন আমার
আমিই সবার পর
আমার সতীর্থরা সব স্বার্থের সহচর
স্বার্থ ফুরালে দৃষ্টির আড়ালে সাক্ষাৎ দুষ্কর |
আমার জন্ম যেন আজন্ম এক পাপ
তাই জীবন জুড়ে চলে শুধু কষ্টের ছয়লাপ
আমার জীবন যেন হিমালয় সম ভারী
বাহিরে নন্দনীয় ভেতরে যাতনা সাড়ি সাড়ি,
পর মনে আমি যেন গণিকার মতন কেহ
যার যেমন খুশি চিবিয়ে খায় হৃদয় থেকে দেহ |