Top today
গুটিকয় অলীক প্রজাপতি এবং বন্ধুতা
এমন না যে আমি বন্ধুহীন, এমন না যে আমার খোঁজ নেয়ার কেউ নেই, এমন না যে আমি আড্ডা দিই না….
তবুও বন্ধু এসবের কিছুই যেন বহু যুগ ধরে ঘটে না !
এমন তো নয় যে কেউ ফোন করে না, এমন তো নয় যে কারো সাথে ঘন্টাব্যপি চ্যাট হয় না, এমন তো নয় যে কারো প্রতিটি প্রহরের হিসাব আমি জানি না…..
তবুও বন্ধু এসব কিছুই যেন আমি এক জীবনভর করিনি !
এমনটা অবশ্যই না যে এখন কারো কাঁধে মাথা রাখি না, এমনটা অবশ্যই না যে এখন অট্টহাসিতে গড়াগড়ি যাই না, এমনটা অবশ্যই না যে এখন আর রাত জেগে প্রিয় দলের খেলায় আড্ডা জমে না…..
তবুও বন্ধু এসব কিছুই যেন আজ গুটিকয় অলীক প্রজাপতি !