Top today
ছায়ানট
আমাদের ছায়ায় ভেতর আমরাই লুকিয়ে পড়ি
কখনও-সখনও।
ছায়ার ভেতর মানুষ পোড়ে
পুড়তে পুড়তে ফিনিক্স হয়
এখনও।
রোদপানিতে ছায়া ভিজে যায়
মায়ার মাটিতে,
বন্যার ঘরকন্নায় নুনও আগুন।
আমাদের ছায়া আমাদের দীর্ঘায়িত করে
আলাপ-বিলাপে ঋদ্ধ ফাগুন।