Today 31 Oct 2025
Top today
Welcome to cholontika

মানুষ হতে যা দরকার তা আমি হারিয়ে ফেলেছি

: | : ২৬/০৮/২০১৩

স্বপ্নেরা লুটোপুটি খায় মনের অন্তরালে
বুক ফেটে বেরিয়ে আসতে চায়।
চোখ থেকে ঝোরে পড়ে আবেগের অশ্রু;
হাত নিশপিশ করে জ্ঞানপাপীদের শিক্ষা দিতে
অথচ সুযোগ যখন সামনে এসে দাঁড়ায়,
মনের সক্তি,দেহের শক্তি বরফের মতো শীতল হয়ে আসে।
শঙ্কা, লজ্জা সবকিছু এলোমেলো করে দেয়
আর তখন উপলব্ধি করতে পারি
মানুষ আর পশুর পার্থক্য;
হা!হা! ধিক্কার জানাই আমাকে
আমিতো মানুষ না আমি পশু,
হ্যাঁ হ্যাঁ আমি পশু
হে বৃক্ষ, হে নদী, হে বিশাল সাগর,
হে জমিন, হে আসমান তোমরা সকলে সাক্ষী
আমি পশু।
কারণ মানুষ হতে যা দরকার তা আমি হারিয়ে ফেলেছি।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top