Top today
অভিলাষি নদী
তোমার মায়ার টানেই ছুটে আসি
কত দূর থেকে কত বার
তোমার জ্যোত্স্নাস্নাত ঢেউ-এ
সবাইকে ভাসিয়ে নিয়ে যাও
পৌছে দাও সুখের সবুজ তীরে,
কেবল আমাকেই নিলে না
কেন, কী এর কারণ ?
না না কৈফিয়ত নয় নিছক কৌতূহল
কোনো এক জ্যোত্স্না ঝরা ক্ষণে করিও বর্ণন ।