Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

তুমি অমরত্ব বাউল সাজে

: | : ২৭/০৮/২০১৩

বিদ্রোহী কবি নজরুল ইসলামের মৃত্যূ বার্ষিকী স্মরণে

Kazi Nazrul Islam 03

এপার কি ঐপার-কি বিশ্বময়?

জেলাটির নাম বর্ধমান- ঐখানে

আজও আছে-চুরুলীয়া গ্রাম

সেখানে জন্ম তাহার-সাম্য প্রেমের

ভরপুর দুখু মিয়া যে নাম-

ভবে ক্ষীপ্ত,কখনো মায়াময়

হাওয়া বয়?স্পর্শ করেছে যে

বাংলার বিজয়।কি সবুজ বিদ্রোহ

গড়েছিল টগবগ?উজ্জ্বল দিখেছি

আয়না দিয়ে বায়না ধরতে শিখেছি।

ঐ পথে আর এ নকশিকাঁথার

মেঠো মাঠ প্রান্তে-দীনতা মৃঢ়তা কিংবা

দুঃখের সাথে যুদ্ধ করে- যুদ্ধ করে -মাথায়

পরেছে-বিদ্রোহ কি অগ্নিবীণা-সোনার

আচে চকচকে কি?গন্ধবিধুর ধূপের

এক বিস্ময় ভরা  বিশ্ব তাজ।

 

কখনো রুটির দোকানে-কখনো বা

কৃষকের কাদা মাখা দেহ জুড়ে

ছিল নাহি লাজ-আবার কখনো

রাখালের বাঁশির সুরে-সব পাখিদের

নাচের জোয়ার তুলতো কমর বেঁধে-

কাদে কাদ রেখে-ঝাঁকড়া চুলের

বাবরি দোলানোর করেছিল ভাজ।

কখনো ঘোন কালো কুয়াশার আড়লে-

একতারায় বাউল সাজে-সারা বিশ্ব কেঁপে

উঠেছিলে-আহা কি নীলসবুজ বিদ্রোহের

সুর বাজে আজ?তুমি বার বার লক্ষকোটি

প্রাণের মাঝে জন্ম-মৃত্যূ নয়-মৃত্যূ নয়-

বেঁচে আছো-বেঁচে থাকবে মৃত্যূঞ্জয়ের

বিদ্রোহী এক অপরূপে বাউল সাজে।

 

লেখার তারিখঃ ২০/০৫/১৩

======================

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top