Top today
তোমার হাতে সুখ-সমুদ্রের শাপলা-শালুক
এই তো আমি হাত পেতেছি তোমার কাছে
এ হাত ছুঁয়েই বৃষ্টি নামে,বর্ষা আসে।
দাবানলের ভাগ্যে চিরকাল আগুন লেখা থাকে
সৌভাগ্যে কখনও জল-লেখা হয়
বৃষ্টি রেখার অযুত পাকে।
কর্মরেখায় কখনও শামুক,কখনও ঝিনুক
মুক্তো হাসে তরলিত স্পন্দনে।
তোমার হাতে সুখ-সমুদ্রের শাপলা-শালুক
দাও ছড়িয়ে মানবতার বন্ধনে।
*