Top today
স্পর্শ পুরাণ
কিছু কিছু সুর দেখি
পুরনো হয় না কোনদিন !
শুধু হয় স্বরের বদল।
এরকম এক সুর–
‘ছোঁয়া’ তার নাম।
প্রথম ছোঁয়ার ফলে
চিরকাল সব দেহে
শির শিরে কাঁপন লাগেই !
কিছু কিছু সুর দেখি
পুরনো হয় না কোনদিন !
শুধু হয় স্বরের বদল।
এরকম এক সুর–
‘ছোঁয়া’ তার নাম।
প্রথম ছোঁয়ার ফলে
চিরকাল সব দেহে
শির শিরে কাঁপন লাগেই !