Top today
অচেনা জীবন
স্বনামে প্রতিদিন যে পত্র লেখি আমি
সে খোঁজে পায় নি আজও বেনামি ঠিকানা
কে আমি, আমি কার, কী আমার পরিচয়
কোথায় থেকে এসেছি
ফের কোথায় যাব চলে ?
এইসবের কিছুই আজও হয় নি জানা
গঙ্গার কূল ঘেঁষে বয়ে গেছে যে মরু
কে জানে কোথায় তার সীমানা ?
নীল খঞ্জর হাতে মৃত্ত্যু দূত
প্রতিদিন দরজায় দেয় হানা
জীবন হইল না চেনা আদৌ
আমি কোন জীবনে বাঁচি
কোন জীবন বুকে ধরে শুচি
সেই জীবনের মানে
জানা হল না ষোল আনা ।