Top today
কেউ কি আমায় পেত
বলছে সবাই, খোকা
তুই না কী যে বোকা!
কোন খেয়ালে চার দেয়ালে
বন্দী থাকিস একা !
ছুটতে পারিস তেপান্তরে
মাঠ পেরিয়ে বনে।
ঘুরতে পারিস জগত জুড়ে
একলা আপন মনে।
যা হারিয়ে অনেক দূরে
নীল পাহাড়ের কোলে-
যা না উড়ে আকাশ ফুঁড়ে
বদ্ধ কোঠা ভুলে।
ওদের কথা শুনে,
স্বপ্ন জাগে মনে;
কিন্তু আমার হয় না যাওয়া
আকাশ পাহাড় বনে।
কেউ বা বলে, ইচ্ছে হলে
দেখতে পারিস নদী;
কাটলি সাতার গহীণ জলে
ভাল্লাগে তোর যদি।
কিংবা অথই সাগর বেলা,
ঢেউয়ের নাচন দেখে-
আনতে পারিস জলের খেলা
রং তুলিতে এঁকে।
ওদের কথায় হাসি;
দু’ চোখ জলে ভাসি।
ক্রাচটা নিয়ে খোঁড়া পায়ে
ব্যালকনিতে বসি।
এ হাত দুটি পাখনা হলে
পংখীরাজের মত।
যেতাম উড়ে জগত ভুলে-
কেউ কি আমায় পেত!