Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

খোকার কথা

: | : ২৮/০৮/২০১৩

মাগো তুমি দেখাইও না অলসের ভয়
জেনে রেখ তোমার ছেলে অলস কভু নয় ।
পাঠে দেব মনযোগ পড়ব নিত্যদিন
শত থ্যাতি করব কামাই বাজবে সুখের বীণ ।
অলস বলে না বকিয়ে আশীর্বাদ দিও
মহত্‍ বড় মানুষ হব তুমি দেখে নিও ।
চেষ্টা হবে জয় আল্লাহ তায়ালা কয়
আমি আর করব নাকো পাঠে নয় ছয় ।
হে রহিম রহমান দয়া করো মোরে
চিত্ত আমার ভরে দিও বিদ্যার সাগরে ।
মহান তুমি সবাই জানি
বানাও তুমি আমায় জ্ঞানী
আমার পানে হইও নাকো তুমি নির্দয় ।
তোমার দয়ায় মায়ের আশা পূর্ণ যেন হয় ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top