Today 12 Jan 2026
Top today
Welcome to cholontika

টাইম মেশিনে ব্যাক গিয়ার

: | : ২৮/০৮/২০১৩

Y2K জটিলতা ছহি ছালামতে পাড়ি দেবার লোভে
তেল মবিল গ্রিজ মুখ ফসকে বেশি পড়ে গেলে
টাইম মেশিন টপ গিয়ারে উঠে গিয়েছিলো

মেগাবাইট গিগাবাইটকে চড় মেরে
টেরাবাইটের দিকে ছিনালী হাসি ছুঁড়েদিতে গিয়ে
ন্যাসডাকের নাক থ্যাবড়া হয়ে গেলো
হ্যাং হয়ে গেলো http://www.com
বনেদী দোকানগুলোর গ্রিল,সাটারেও
তেলাপোকাগন আদর্শগ্রামের গোড়াপত্তন করতেছিলো
তারপরও গিয়ার বদলের কথা মনে পড়ে নাই
গতির এমনই মহিমা
এর গুনকীর্তনের ক্ষমতা পূর্ণদাস বাউলের ঝোলার অতীত

আচানক যুগল মাথায় পড়ে বাজ !
সমগ্র মিডিয়াজগতে রাজবাড়ির বরাতে রটে গেলো
ব্রডওয়েতে আরব্যরজনী মঞ্চস্থ হয়েছে
আঘাত স্বল্পমাত্রার হলেও পার্শ্বপ্রতিক্রিয়া হলো
টাইমমেশিনে যান্ত্রিক গোলযোগে
ব্যাকগিয়ার সক্রিয় হয়ে গেলো
বেবিলনের শূন্যউদ্যান কী চমৎকার দেখা গেলো
রক্তের ভেতরে থাকা এ্যাপাচি-হন্তারক জিন
অপরের মানচিত্র খুবলে খাবার মজা লুটে নিলো
গুণীজন সাধে কি ফরমাইয়াছেন
গরীবের সুন্দরী বউ থাকতে নাই !

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top