Top today
মিরসরাই ট্র্যাজেডি…
আমি দেখেছি সেদিন
পিতার কাঁধে পুত্রের লাশ
দেখেছি সেদিন
মা-বোনের আহাজারি একরাশ।
ভংয়কর সেদিনের কথা
আজও চোখে ভাসে
মনে জাগে ভীষণ ব্যাথা।
এগারো জুলাই—
আজ আবার স্মৃতির পাতাই
হাত বুলাই—
কষ্টেরা আনাগুনা করে
ফেটে যায় বুক
চোখেতে ভাসে
নিষ্পাপ অবুঝ কিছু মুখ।
জীবনের এই অনাকাঙ্খিত ট্র্যাজেডি
মেনে নিতে আমরাতো ছিলাম না রেডি,
স্মরণে তাই আজ মিরসরাই ট্র্যাজেডি।