Top today
“মেঘের বাঁধন ছেঁড়া অবাক রোদ্দুর”
মেঘের বাঁধন ছিঁড়ে অবাক রোদ্দুর;
তির্যক আলোর ছুটাছুটি,
তুমি কি এমন করে আসিবে ছুটে?
অনুভবের বগলে দিবে সুড়সুড়ি।
শিশির ভেজা সবুজ ডগা
আলোমেখে মুক্তোর রুপ,
ভেজা পাপড়ীতে চুম্বন এঁকে
দিবে কি অপার্থিব সুখ?
সোনালী রোদ্দু লুটোপুটি খায়
কাঁচামাটির বুকে,
সোঁদাগন্ধ হাওয়ায় ভাসে
লম্বা দমে যায় নাকে।
লোমশ বুকের অদৃশ্য স্তর
ভিজে জুবুথুবু নোনা জলে,
নিও চুষে সব উষ্ণ আলিঙ্গনে
তোমার যে বুকে ঢেউ খেলে।
মেঘের বাঁধন ছিন্ন করা অবাক রদ্দুর
জাগিয়ে তুলে নিস্তেজ ধরণী,
ভেজা কাক তুল্য এই হৃদয়
জাগাবে কি হে রমণী?
বিরহ বিষের দংশনে নীলাভ হৃদয়
কাল পেরিয়ে আজ কালো মেঘ,
তোমার মিষ্টি প্রেমের আলো ছুঁয়ে দাও
জাগিয়ে তুলো প্রণয় আবেগ।