Top today
সমাধিতে তুমি…
এই পৃথিবীর মায়া ছেড়ে
হয়তো একদিন চলে যেতে হবে
এই আমাকে।
হয়তো সেদিন বিদায় দিবে তুমি
তোমার ওই হাতটা নেড়ে।
হয়তো বা দু’টো গোলাপ নিয়ে
আমার কফিনের পাশে আসবে,
হয়তো বা আসবে না।
তোমার এই না আসা
আমাকে বুঝিয়ে দেবে
আমার প্রতি তোমার ভালোবাসা।
এই সব কিছু রেখে
থুথু আসবে দিতে আমার ওই সমাধিতে।