Top today
“হে ঝাঁকড়া চুলের কবি”
তুমি গরীবের পান্তা ভাতে নুন।
তুমি শোষিতের বিদ্রোহী আগুন।
তোমার কণ্ঠে সাম্যের গান।
তুমি সব ধর্মের ভগবান।
হে ঝাঁকড়া চুলের কবি।
তুমি গ্রাম বাংলার মেঠো পথের ছবি।
তুমি রাখালের গাছের ছায়ার বাঁশি।
তুমি শিশুর ঘুম পাড়ানো শান্ত নিশি।
তুমি প্রেমের বাতায়ন।
তুমি মরু হৃদে প্রেম রূপায়ন।
তুমি প্রেমিকযুগলের কলকলে ধ্বনি।
তুমি প্রণয়ের মধ্যমণি।
হে সমাজ সংস্কারক কবি।
হে পথভোলার আলোর পথের নবী।
যত অনাচার যত ভ্রান্তি।
তোমার কবিতা গরম খুন্তি।
যেখানেই হয়েছে কোনো অন্যায়।
তুমি এসেছ বাঁধভাঙ্গা জোয়ারের বন্যায়।
কতকাল হয়েছে তুমি ছেড়েছ দেহঘর।
তবু তুমি অন্তরে অমর।
হে ঝাঁকড়া চুলের কবি;হে মহান।
তোমার মৃত্যু নেই;তুমি অনির্বাণ।