Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

আমাদের অগ্রগতি ও মাসিক পত্রিকা সম্পর্কে জ্ঞাতব্য (সবাইকে পড়ার জন্য অনুরোধ)

: | : ২৯/০৮/২০১৩

আপনারা জানেন যে কিছু শর্ত সাপেক্ষে একটি প্রতিষ্ঠানের অঙ্গীকার হয়েছে মার্চ’ ১৫ এর মধ্যে চলন্তিকার লেখকের সংখ্যা ১২৫০ এর অধিক +২০,০০০ এর অধিক লেখা + ২,০০,০০০ এর অধিক মন্তব্য  + Alexa ranking এ বাংলাদেশে ৭৫০ এর ভিতরে থাকলে তারা  আমাদের মাসিক ভিত্তিতে ৮০ পৃষ্ঠার পেপারব্যাক নিউজপ্রিন্টে ছাপা ম্যাগাজিনের খরচ বহন করবে। আর সেটা চলন্তিকার যে সব লেখক  আগের মাসে ৫০০ পয়েন্ট অথবা ১০০ এর অধিক মন্তব্য করবেন, তাদের ঠিকানাতে ফ্রি পাঠানো হবে।

 

আমাদের জন্য নির্ধারিত ২২ মাসের মধ্যে আমরা ৩ মাস শেষ করেছি। এই তিন মাসে আমাদের ১৭১ জন লেখক থাকার কথা ছিল, হয়েছে ২১৯ জন। ২৭৫০টি লেখা থাকার কথা ছিল, হয়েছে মাত্র ১০২৬টি। ২৭,৫০০ মন্তব্য থাকার কথা ছিল, হয়েছে মাত্র ৮৭০০টি। Alexa ranking এ বাংলাদেশে ৬০০০ এর ভিতরে থাকার কথা ছিল, এই পোস্ট লেখার সময় আমাদের অবস্থান ১১,৯৭১।

 

প্রাথমিক পর্যবেক্ষণ শেষে তিন মাস পর আজ লিখিত চুক্তি হবার কথা ছিল। আমাদের অগ্রগতিতে আমরা খুশী থাকলেও তারা হতাশ। তারা আপাতত লিখিত চুক্তি করতে অপারগতা প্রকাশ করেছে। আরও কিছুদিন তারা পর্যবেক্ষণ করবে। তারা আমাদের ছয় মাস সময় দিয়ে নিম্নের শর্ত অর্জন করতে বলেছে। করতে পারলে তারা আগের চুক্তিটি করবে, নচেৎ না।

শর্ত ১ / লেখকের সংখ্যা ৩৫০ এর অধিক হতে হবে।

শর্ত ২ / ৫,৫০০ এর অধিক লেখা চলন্তিকাতে প্রকাশিত হতে হবে।

শর্ত ৩ / ৫৫,০০০ এর অধিক মন্তব্য থাকতে হবে।

শর্ত ৪ / Alexa ranking এ বাংলাদেশে ৫০০০ এর ভিতরে থাকতে হবে।

শর্ত ৫ / উপরের সবগুলো নভেম্বর’১৩ এর ভিতরে অর্জন করতে হবে।

 

উপরের সব শর্তগুলোও কঠিন। আর সেসব বিবেচনা করে আমরা ঠিক করেছি, যদি এটা না অর্জন করতে পারি তবুও আমরা মাসিক ভিত্তিতে ৮০ পৃষ্ঠার পেপারব্যাক নিউজপ্রিন্ট ম্যাগাজিন মার্চ’ ১৫ থেকেই বের করব। আর সে জন্য আমরা আমাদের বেশকিছু নিয়ম আর পুরুস্কার পদ্ধতিতে পরিবর্তন এনেছি।

 

পয়েন্ট বণ্টন পদ্ধতি-

১। প্রতি পোস্টের জন্য ১৫ পয়েন্ট

২। প্রতি মন্তব্যের জন্য মন্তব্যকারী পাবেন ২ পয়েন্ট এবং যার লেখাতে মন্তব্য করা হবে তিনি পাবেন ১ পয়েন্ট। ধাঁধা কিনবা কৌতুক এর ক্ষেত্রে এক পোস্টে কমপক্ষে ২০টি ধাঁধা / কৌতুক  থাকতে হবে। ধাঁধার উত্তর পোষ্টের ভিতরেই থাকতে হবে। আর কোন প্রদায়ক এক মাসে  ধাঁধা / কৌতুক  এর প্রতিটির ক্ষেত্রে দুইটির অধিক পোস্ট দিতে পারবেন না।

৩। একবার লগইন ও লগআউট করার মাঝের সময় ন্যূনতম ১ ঘণ্টা হলেই পাবেন ২ বোনাস পয়েন্ট।

৪। প্রতি মন্তব্য মুছে দেবার জন্য ৫ পয়েন্ট কাটা যাবে।

৫। Alexa.com এ চলন্তিকা নিয়ে review comment করলে ২৫ পয়েন্ট, এটি মাসে একবার। review comment করার জন্য চলন্তিকা পরিসংখ্যান এর like our site  এ ক্লিক করে Alexa.com এ গিয়ে কমেন্ট করুন। তারপর ইমেইল এর মাধ্যমে mahkbd@gmail.com এ সম্পাদককে জানান। পরবর্তী মাসে যদি আবার ২৫ পয়েন্ট পেতে চান তবে নতুন একটি ইমেইল ঠিকানা থেকে Alexa.com এ মন্তব্য করতে হবে। মন্তব্যের শেষে অবশ্যই আপনার নাম লিখে দিবেন, তাহলে সহজেই আপনাকে নিশ্চিত করা যাবে।

৬। যদি কেউ ২/১ শব্দে মন্তব্য করেন আর সেটা যদি বার বার হয় এবং যদি প্রমানিত হয় যে পয়েন্ট এর জন্য মন্তব্য হচ্ছে তবে সেটা মুছে দেওয়া হবে।

৭। বাংলার পরিবর্তে ইংরেজিতে মন্তব্য করলে ৫ পয়েন্ট কাটা যাবে।

৮। অযৌক্তিক মন্তব্য করলে ৫ পয়েন্ট কাটা যাবে। আপনারা সবাই বেশি বেশি লিখুন, সুন্দর ও গঠনমূলক মন্তব্য করুন।

 

 

পুরষ্কার পদ্ধতি

ক্যাটাগরি ১ – সেরা তিনজন প্রদায়ক

পয়েন্ট এর ভিত্তিতে সেরা তিনজন প্রদায়ক কে অর্জিত পয়েন্ট এর ৩% হারে টাকা দেওয়া হবে।

 

ক্যাটাগরি ২ – সেরা সমালোচক

প্রতিমাসে যে ইবুক বের হবে, সেখানে যার মন্তব্য সর্বাধিক থাকবে তিনি “জিরো ২ ইনফিনিটি” ম্যাগাজিন এর চলতি কপি পাবেন। আমাদের পত্রিকা বের হলে সেটাই দেওয়া হবে। আশা রাখি সবাই এখন থেকে আকর্ষণীয় ও গঠনমূলক মন্তব্য করবেন।

 

ক্যাটাগরি ৩ – সেরা লেখার সেরা লেখক

লেখার ভিত্তিতে প্রতি মাসে সেরা লেখককে পুরষ্কার হিসাবে যে কোন একটি বিদেশী ভাষা শিক্ষার পূর্ণ ম্যানুয়াল দেওয়া হবে।

 

ক্যাটাগরি ৪ –  অন্যান্য

গতকাল সম্পাদক সাহেব জানিয়েছেন, যে সব প্রদায়ক ৭৫০ কিংবা তার অধিক লেখা এবং যে কোন ১২টি মাস ১০০০ এর অধিক মন্তব্য করবেন তিনি মার্চ’ ১৫ থেকে প্রকাশিতব্য চলন্তিকার মাসিক পত্রিকার প্রতিটি কপি ফ্রী পেতে থাকবেন। শর্তগুলোও কঠিন। আমরা তাই ফ্রী পত্রিকার ব্যাপারটি আরও সহজ করতে চাই।  তাই বলছি, প্রতি মাসে যারা মাসে ৩০০০ এর অধিক পয়েন্ট পাবেন এবং যাদের লেখা মাসে ৪০০০ এর অধিকবার পড়া হবে তারা চলন্তিকার পরবর্তী মাসের পত্রিকা উপহার পাবেন। যেহেতু মার্চ’১৫ থেকে আমাদের পত্রিকা বের হবে সেহেতু সেই পরজুন্ত আমরা এখানে  তাদের নাম প্রকাশ করে যাব। যদি কেউ একাধিক মাসে এই যোগ্যতা অর্জন করেন তবে তিনি একাধিক কপি পাবেন।

 

একই লেখক / প্রদায়ক সবগুলো ক্যাটাগরিতেই বিবেচিত হতে পারবেন।

 

কিভাবে অধিক পয়েন্ট পেতে পারেন?

১। বেশি বেশি পোস্ট করুন। প্রতি পোস্টে ১৫ পয়েন্ট।

২। বেশি বেশি মন্তব্য করুন, প্রতি মন্তব্যের জন্য পাবেন ২ পয়েন্ট।

৩। যখনই ইন্টারনেটে আসবেন তখনই একবার চলন্তিকাতে ঢু মারুন। কারন একবার লগইন ও লগআউট করার মাঝের সময় ন্যূনতম ১ ঘণ্টা হলেই পাবেন ২ বোনাস পয়েন্ট।

 

কিভাবে আপনার লেখা ৪০০০ এর অধিক বার পড়া হতে পারে?

১। বেশি বেশি লিখলে বেশি বেশি পড়া হতে পারে।

২। লেখা প্রকাশের সাথে সাথে ফেসবুকে শেয়ার করতে পারেন। তবে আপনাকে একটু টেকনিক্যালি শেয়ার করতে হবে। আর সেটা হতে পারে দুই ধাপে –

ক। আপনার নিজের ওয়ালে। চেষ্টা করুন যেন আপনার বন্ধুর সংখ্যা বেশি হয়। আপনার পছন্দের ১০ জন বন্ধুর ওয়ালে আপনার লেখা শেয়ার করুন।

খ। ফেসবুকে ৫টি গ্রুপের সদস্য হন। আর সেখানে আপনার লেখা প্রকাশের সাথে সাথে শেয়ার করুন।

৩। আপনি ১৫০ জনের একটি ইমেইল লিস্ট তৈরি করুন, যারা আপনার ইমেইল পাবার পর লিঙ্ক ক্লিক করে আপনার লেখা পড়তে পারে। লেখা প্রকাশের সাথে সাথে তাদেরকে মেইল করতে পারেন। একজনকে To দিয়ে বাকী সবাইকে   CC তে পারেন।

 

আপনি যদি মাসে ২০টি লেখা লিখেন আর উপরের পদ্ধতিটি অনুসরন করেন তাহলে আপনার লেখা ৪০০০ এর অধিক বার পড়া হতে পারে। মাসে কতবার আপনার লেখা পড়া হল জানতে এডমিন প্যানেল এ আপনার প্রোফাইল পেজের নিচের অংশ দেখুন।

 

এভাবে ধীরে ধীরে আপনি আপনার পরিচিত সার্কেল থেকে একসময় আরও অনেকের কাছেই পরিচিত লেখক / প্রদায়ক হয়ে উঠতে পারেনআপনাদের এই সাফল্যের সাথে আমরাও থাকতে চাই

 

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top