Top today
কোনো একদিন
হবে একদিন মরুর বুকে শাপলার চাষ, জানি না তো কবে
তবে আমার চোখে স্বপ্ন এক রাশ, বেঁচে আছি তাই ভেবে।
আদৌ যেই পথে তোমার হয় নি আসা, বায়না কষা শেষে
ঠিক সেই পথেই মোদের হবে দেখা, চন্দ্র তারকার বেশে।
আধার রাতের শেষে আসবে ভোর, আসবে সোনালী সকাল
আমরা যদি না হই আদল, বুঝবে সকল আমাদেরি আকাল।