Top today
দিবাশশী
সেদিন ফাগুনের মাস ছিল
কেউ হেটে আসছিল
সময় ছিল বিকাল
আমি তাকিয়ে ছিলাম খানিক
আহা কি রূপের ঝিলিক
এক পলকেই আমায় করল মাতাল,
আমি চেয়ে আছি সামনে
এ হয় কেমনে
দিনেই চাঁদের বুঝি হয়েছে উদয়
তোমার সাথে আমার যেদিন
প্রথম দেখা হয় ।