Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

শরতের আকাশে কালো ছায়া

: | : ২৯/০৮/২০১৩

শরতের শুভ্রনীল আকাশ আজ কালো মেঘে ছেয়ে আছে
অঝর ধারায় বইবে সে যে এ যেন তারই আভাস দিচ্ছে।

কি এতো দুঃখ তোমার ?
সুধায় কবি বারংবার।
এ প্রশ্নের উত্তর পাওয়ার নেই কোন উপায়
নিজের আপন মনেই তা খুঁজে নিতে হয় ।

কবি নিরলে বসে ভাবতে থাকে
দুঃখ কি করে ছুঁতে পারে তাকে ?
মানুষের দুঃখ কষ্টে সেও যে কষ্ট পায়
তা কি আর কেউ সহজে বুঝতে চায় ।

মানুষ ভালবেসে কাব্যগাঁথে তোমায় নিয়ে
স্নিগ্ধ সকাল কিংবা রোদেলা দুপুর দিয়ে ।
গোধূলির পড়ন্ত বিকেল কিংবা সেই
অমাবস্যার অন্ধকার আকাশ কি নেই ?

তুমি আছো কবিদের কলমের কালিতে
থাকবে তুমি অনন্তকাল কবিতার বইতে ।

তোমার কি আর এত দুঃখ করা সাজে
সুখেই তো আছো তুমি সবার মাঝে ।
সুখ সেতো বাইরের রঙিন লেবাস
কষ্টকে আড়াল করে রাখার প্রয়াস ।

পূর্বে ২ টি ব্লগে প্রকাশিত ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top