Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

শরতের গাঁয়ে হিমু

: | : ২৯/০৮/২০১৩

হ্যা!তুমি রংধনুর হলুদ রঙে সাজালে

হিমুর অঙ্গে বঙ্গে নীল বেদনার দিলে চুমু-

শিশির সিক্ত চরণ শ্রাবণ জলে ভেজালে

উল্কো ভুল্কো চুলে শরতের কাঁশবনে দুলছে

ঐ চাঁদের গাঁয়ে তারায় কত রঙ লুকে আছে।

 

হাজার লক্ষ হিমু ভই,কোথয় আর কি পাবে

ফিরে শরতের কাঁশফুলে- ঐ কৃষ্ণচূড়াতলায়-

কৃষ্ণচূড়া,শিমুল,পলাশ পাপড়ি ঝরেছে বর্ষায়।

এ শরতের হাওয়ায় চক্ষু জুড়ে আসে না ঘুম-

বাউল সুরে একতারা হাতে-যমুনার ঐ কিনারায়

দিন যায় রাত আসে- দুলা দিয়ে যায় কাঁশবন।

 

কোখন কালমেঘ-কোখন বৃষ্টি-কোখন রোদ্রছায়া

তবুও থামে না শোক বাতাসের মৃদূ ছুঁয়ে যাওয়া-

আজ শীতল স্রোত বয়ছে-শরতের গাঁয়ে যে হিমু।

গত কাল ২৮/০৮/২০১৩ইং তারিখে জাতিয় পত্রিকা যুগান্তরে কবিতা প্রকাশ হয়েছে-

লেখার তারিখঃ ০১৮//১৩

 =============++++++==================

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top