Top today
আমার বাংলা
আকাশ জুড়ে নীল
উড়ছে সেথা চিল
গাছের ডালে পাখি
করছে ডাকাডাকি
পুকুর জলে হাস
কাটছে সাঁতার মনের সুখে
খাচ্ছে গরূ ঘাস।
ক্ষেত ভরা ধান
খাচ্ছে দাদু পান
মাছে ভরা পুকুর
লেজ নাড়ছে কুকুর
গাছের সারি সারি
বুকটি ভরে প্রান খুলে
শ্বাস নিতে পারি ।।