Today 11 Jan 2026
Top today
Welcome to cholontika

চিঠি

: | : ৩০/০৮/২০১৩

সুপ্রিয় উত্তরসূরী,
শুভেচ্ছান্তে সমাচার এই,
আমরা তোমাদের কতিপয় অপদার্থ
বিপথু পূর্বপুরুষ
রেখে যাচ্ছি অবাক পৃথিবী
পূঁতিগন্ধময়, হতাশা খচিত।
স্বার্থপর, কুকুর প্রতীম
আকণ্ঠ গিলেছি শুধু
সুপথে কুপথে
সমাজের অলিগলি
বিক্ষত দগদগে ঘায়ে ভরে গেছে
যেভাবে ক্যান্সার পুঁতে ফেলে বুকে
দুরন্ত জীবানু, চুপিসারে
একদা স্বাধীন হয়ে
এনেছি মুক্ত মৃত্তিকা
মুখে মুখে মুখরিত করে ফেলি
গৌরব গাঁথায়
অথচ নিভৃতে করি
পুনরায় গোলামীর চাষ

সব শেষে
বিণীত নিবেদন এই যে,
যদি পারো
চেতনার সতর্ক অনুবীক্ষণে
তোমাদের পথঘাট দেখে নিও
আর মাফ করে দিও
আমাদের হিমালয় অপরাধ !

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top