Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

প্রলুব্ধ

: | : ৩০/০৮/২০১৩

প্রলুব্ধতায় আকাশের উদারতা তোমাকে প্রবাদ পুরুষ হতে উদ্দ্যমী করে,
তোমার স্বপ্ন পুরুষেরা বুকে উদারতার আকাশ দ্বীধাহীন হতে প্রমত্ত উৎসাহ যোগায়।
তোমার প্রমত্ত উৎসাহগুলো আকাশের স্তুতি গায় আর কবিতা রচে,
আকাশের নীলিমার গান তোমার বিশ্বময়তার বিদগ্ধ করে তুলে আর বলে-
তুমি আকাশ হও, তুমি আকাশ আর তুমি আকাশ হও।

আকাশের প্রলুব্ধতায় তুমি আকাশ হও, তুমি নীলিমার স্তুতি গাও,
কিন্তু সেই নীলিামার স্পর্শতায় তুমি আগামী স্বপ্নের বীজ বপন করোনা।
কারণ। আকাশ সেতো সূর্য শকি্তর বিক্ষেপনের বিস্তৃত বীজ বপন করে।
আকাশের সেই নীলিমাস্পোর্শর আশা না পাওয়া স্বপ্নকে বিষক্রিয়ায় নীল করে দিবে।

বরং তুমি নীল হও, তাতে বাতাসের আঁচল জড়িয়ে নববধুঁর স্বপ্নগুলো আকাশ ছুবে,
আর সেই আকাশে প্রিয়তমা তার স্বার্থক বাস্তবতার বসতি গড়বে।

সমুদ্রের বিশালতা যখন তোমাকে সমুদ্র হতে শেখায় তুমি সমুদ্র হও-
কিন্তু সমুদ্রের বিশালতা কখনও তুমি ডুব দিয়ে দেখতে যেওনা।
কখনও পর্যবেক্ষণ করনা সেই বিশাল বিশালতা, কখনও দেখতে যেওনা
সেই বিশালতার উৎসব মুখর উৎস।

সেই বিশালতাকে অবলিলায় অবলোকন কর, আলিঙ্গন নয়।
তবে তুমি পাবে সেথায় লবনাক্ত পানির বিষাদ স্বাধ আর চির অন্ধকার।
যেখানে নিদ্রিত হয়ে তুমি হতে পার শ্যাওলা আর পাথরের পড়শী।

বরং তুমি তটিনীর মত বন্ধুর পথে বন্ধুহীন পথ চলো পাথর বুকে নিয়ে
যেখানে পাষাণ-পানির মূর্ছনায় কল্ললিত হবে প্রেয়সির পাষাণ হৃদয়
যেখানে খুঁজে পাবে
কবির কবিতার ক্লান্তহীন পঙ্তি আর শিল্পির বিরামহীন সুর।

আলমগীর কবির
দর্শনা, চুয়াডাঙ্গ।
7/8/2013 10:07:54 AM

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top