Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

“যে ভাবে বেঁচে আছি”

: | : ৩০/০৮/২০১৩

সব মানব এবং সুন্দর জীবন

ও বাঁচার স্বপ্ন ছিল,

মাছে ভাতে যতোদিন বাঁচার বাঁচবে

মনে সে স্বপ্ন এবং আশা ছিল ।

 

দিনে দিনে সে সব প্রাণী বিলিন

পরিবর্তন ঋতু স্থল জল,

শূন্যতার আহাজারী সব

হারিয়ে যায় সব গভীর তল ।

 

দিনে দিনে শুকিয়ে যায়

সকল প্রাণীর তন্ত্র মানব দেহো ,

ভেঁজাল খাবারে পরিপূর্ণ চারি পাশ

বড় রা ; কেউ দেখেনা ঐ সব

দেখেনা উঁচু দালান ঘরের কেহো ।

 

অবহেলা আর অনাদরে

ঝড়ে যায় কতো শতো প্রাণ,

কাগজ কুড়িয়ে যায় যার বেলা

বড়ই আনন্দ পায় ওরা; শুনে ওদের কান্নার গান ।

 

কি আছে ঐ গানের মানে কি আছে অর্থ

-তারা দেখেও দেখেনা তারা বুঝেও বোঝেনা ,

তারা ফিরে ও নায় চায়……

শ্রষ্ঠা জানেন আমি জানি আর কেউ খুঁজেনা ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top